ডিংগেদহ দাখিল মাদ্রাসা চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ১/১/১৯৮৫ ইং প্রতিষ্ঠানটি “ডিংগেদহ দাখিল মাদ্রাসা হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯০ সালে দাখিল মাদ্রাসা হিসেবে অনুমোদন দেওয়া হয়। কয়েক বছরের মধ্যে এখানে বিজ্ঞান বিভাগ, কম্পিউটার, হেফজ চাখা সহ ১ম শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে সহপাঠ কার্যক্রম চালু আছে।মাদ্রাসটির শিক্ষা পদ্ধতি ও শৃঙ্খলার জন্য সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত। ২০০৬ শিক্ষাবর্ষে জাতীয় শিক্ষাক্রম ও টেক্সটবুক বোর্ডের শিক্ষানীতি অনুযায়ী বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু করা হয়। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রতিনষ্ঠানটি বহু প্রতিভার জন্ম দিয়েছে। সেই সময় বিভিন্ন শ্রেণির সন্তানদের জন্যও চালু করা হয়। মো: আ: রাজাক এখানকার প্রথম সুপারিন্টেন্ডেন্ট । মাদ্রাসাটি ২৬০ জন ছাত্র ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। ভবন হিসেবে প্রথমে বেড়ার টিন দিয়ে এলাকার মানুষ ভিত্তি প্রস্তুত করেন। পরে ১৯৯৫ ইং সালে সরকারি ভাবে একটি এক তলা বিল্ডিংয়ের ব্যাবস্হা হয়। পরে আবার এলাকার বাসিন্দারা ৪ রুমের একটি পাকা বিল্ডিং তৈরী করেন। পরবর্তীতে ৬ তলা বিল্ডিং ২২/২৩ ইং সালে পায়। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মাদ্রাসায় গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এসকল অর্জন সম্ভব হয়েছে কর্তৃপক্ষের সুনিপুণ পরিকল্পনা ও দূরদৃষ্টির জন্য। ১৯৯০ সাল থেকে অদ্যবধি প্রতিষ্ঠানের জন্য সুপারিন্টেন্ডেন্ট ও অন্যন্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারিগণের অবদান, ত্যাগ ও সহযোগিতা মাদ্রাসার ইতিহাসে চিরভাস্কর হয়ে থাকবে।