ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং Students Teachers
সভাপতির বাণী

    মোঃ সিরাজুল ইসলাম

    , সভাপতি ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসা চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।

    শিক্ষা শুধু জীবন প্রস্তুতির উপায় নয়, তা জীবন-যাপনের প্রণালীও বটে। শিক্ষাকে জীবনব্যাপি অনুসরণীয় প্রক্রিয়া হিসেবে দেখতে হবে এবং অভিজ্ঞতাকে শিক্ষা লাভের স্বাভাবিক কৌশল হিসেবে বিবেচনায় রাখতে হবে..আমি  মো: জাকির হোসেন জোয়ার্দার সভাপতি ডিংগেদহ দাখিল মাদ্রাসা চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা। মাদ্রাসাটিতে প্রায় ৫০০ জন ছাত্র ছাত্রী লেখা পড়া করে। প্রায় প্রতি বছরই এ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান  ও জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচীত হয়। আমি এই মাদ্রাসা এ জেলার একটি  কামিল মাদ্রাসা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন।