ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং Students Teachers
প্রতিষ্ঠান সম্পর্কে

    About Institute

    Institute

    ডিংগেদহ দাখিল মাদ্রাসা চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা  এই মাদ্রাসাটি ১৯৮৫ ইং সলে এলাকার মানুষ ভিত্তি  প্রস্তুত  করেন।তার ম্যে হাজি আইন  উদ্দিন  বি:,  ডা: এম এ বারী, শহিদুল ইসলাম, খন্দকার আবুল কাশেম, বিল্লাল  মিয়া,বাচ্চু মিয়া, মোমিন  উল্লাহ, ইয়াহিয়া খান, সিরাজুল ইসলাম সহ নাম না জানা আরো অনেকে।    মাদ্রাসাটি চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহা সড়কের উত্তর দিকে  ডিংগেদহ  বাজারের পূর্ব দিকে   অবস্থিত 

    মাদ্রাসার দক্ষিণ দিকে বিসিক শিল্প নগরী ও হাইওয়ে  ফিলিং স্টেশন অবস্থিত। মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ   সহ কম্পিউটর বিভাগ , হেফজ বিভাগ  সহ আধুনিক স্মার্ট শিক্ষা   ব্যাবস্হা বিদ্যমান।এই মাদ্রাসায় ১ম  শ্রেণি হতে ১০ ম  শ্রেণিপর্যন্ত পাঠদান  করানো হয়।আমি২/৫/২০১৯ ইং সালে সুপারিন্টেন্ডেন্ট পদে যোগদান  করি। অত্র মাদ্রাসায় ২১ জন  শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন।